প্রায় ৬ বছর আগে আমি এই চ্যানেলটি চালু করি, কিন্তু কখনো কিছু আপলোড করার প্লানিং আসেনি। কিছুদিন ধরেই ভাবছিলাম ফুড নিয়ে কিছু করবো, ঘুড়ে বেড়াতে চাই, এসব থেকে কাজ শুরু করা। দিনাজপুরে গিয়ে প্রথম কাজ শুরু 😊 এই কাজে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে নিরলসভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমার সহধর্মিণী 😍 এছাড়াও আমার তিন/চারজন বন্ধু আমাকে নানাভাবে পরামর্শ দিয়ে সাহায্য করছে ☺ তাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ 😊
আমার ইচ্ছা সারা বাংলাদেশকে আমি আপনাদের সামনে তুলে ধরবো 😊 ৬৪ টি জেলার স্পেশাল খাবারগুলো রিভিউ করবো।
এটা আমার স্বপ্ন, আপনাদের সহযোগিতা পেলে হয়তো এই স্বপ্ন একদিন পূরণ হবে 😊 দোয়া করবেন সবাই।